জীবন ভাবনা আর তো সয় না
মরছি গুমরে বুকে
চলে যায় দিন রেখে কত ঋণ
জীবনের সুখে দুখে।


যাকে ভাবি ভালো দিবে জানি আলো
মেটাবে মনের আশা
সেই দেয় দাগা কুটিল অভাগা
বেইমান ভালো বাসা।


কাজে দিয়ে মন আমি অভাজন
সরে গেছি দূরে দূরে
ভেবেছে সে একা লুকোচুরি দেখা
যত গাই সুরে সুরে।


ভালো থাক সব করে কলরব
আখের গুছিয়ে যত
আমি থাকি সয়ে ব্যথা দুখ হয়ে
ঠিক মানুষের মত।


জীবন তো নয় শুধু অভিনয়
যত করো ছলাকলা
ঠিক পাবে সাজা ভিখারী বা রাজা
প্রেমের এ পথে চলা।