যে কোন টিনএজকে একবার বলে দেখো
জি লে আপনি জিন্দেগী।
তার উপরে রাখবে না কোন বাঁধন
না পড়া না খেলা না খাওয়াদাওয়া না পরা না থাকা
সবেতেই সে যেন হতে পারে স্বাধীন স্বাবলম্বী।
তারপর দেখবে খেল।
প্রথমে সে কমিয়ে দেবে পড়াশুনা
ও পড়াশুনা সম্পর্কিত আঁকা লেখা গান কবিতা ইত্যাদি
অথবা ছেড়ে দেবে।
আর অনায়াসে ধরে নেবে
দু চারটে অথবা সবক'টা নিষিদ্ধ পথ
মদ বিড়ি সিগারেট গুটখা পানমশলা,
পোশাকের ফ্যাশন আর কসমেটিক্স বাহাদুরীতে
কুবেরের সম্পত্তিও অনেক কম মনে হবে।
কোথায় যাবে নিজেও জানে না তবে যাবে
কি কি খেলে কি কি হবে জানবে না তবে খাবে
কেন মানুষ ছুটছে
কাজের কি কষ্ট, কেমন শ্রম জানে না তবে ছুটবে
এরপর যেটুকু সময় হবে
বাবা মা ভাই বোন কাকা কাকী পরিবার পরিজন সাথে
জীবনকে দেখবে জীবনকে চিনবে এবং জীবন হবে
অথবা নাও হতে পারে।
তাই টিনএজকে বাঁধনে রাখতে হয়
শৃঙ্খলায় নিয়মানুবর্তিতায় বেঁধে রাখতে হয়
আদরের শাসনে জড়িয়ে রাখতে হয়
তবেই ভবিষ্যৎ প্রজন্ম
উজ্জ্বল ভবিষ্যৎ হবে।
না হলে আধুনিক জীবনযাত্রা
যেমন ছন্নছাড়া হচ্ছে
তেমন হবে
হচ্ছেও।