এত প্রাণ নেই আর কোন গানে
রবীন্দ্র সঙ্গীত ছাড়া
যে কোন সময়ে যে কোন স্থানে
গাইলেই পাবে সাড়া।


যে কোন কথায় যে কোন ব্যথায়
রবীন্দ্র উক্তিই যোগ্য
উৎসবে ব্যসনে আবেগে বিষন্নে
রবীন্দ্র জীবন ভোগ্য।


সাহিত্য ধারায় মনের বিকাশ
রবীন্দ্র পঠন শিক্ষা
সহজ পাঠ ও সঞ্চয়িতা পড়া
দিয়ে যায় কত দীক্ষা


বাঙালীর মুখে রবীন্দ্র লেখায়
বলছে বাংলা ভাষা
যুগের ধারায় ব্যপ্তি দিয়েছে
চিন্তন ভালোবাসা।


রবীন্দ্র অক্ষর ছড়ায় দ্যুতি
ভাবনা সাগর আলো
রবীন্দ্র চেতনে হৃদয় মিলনে
দূর হয়ে যায় কালো।