সাতরঙা রামধনু আকাশের পার
ওই দেখা যায় দেখো দিগন্তের ধার,
বৃষ্টি রোদে প্রকৃতির দেখি এই সাজ
রঙ খেলা স্বভাবের যত কারুকাজ।


অপরূপ রূপ আহা রঙ দিয়ে গড়া
ছুঁয়েছে এপার থেকে ওই পারে ভরা,
আলো আর আলো দিয়ে রঙ আঁকা ছবি
কত কি যে মনে আসে লিখে রাখে কবি।


সবে বৃষ্টি থেমে গেছে মেঘ ঘুরে ফিরে
দাঁড়ায় এসে সূর্যের আলো রাঙা তীরে,
দূরে দেখা রামধনু কাছে দূরে আসে
এ পৃথিবী আমাদের কত ভালোবাসে।