দেখে শোভা মনোলোভা হৃদে খুশি জাগে,
ডাকে পাখি বসে শাখী প্রাণে দোলা লাগে।
বায়ু বয় জেগে রয় প্রাণ চারিদিকে,
দূরে কাছে আলো আছে নয় কিছু ফিকে।


রোদ আসে পাতা হাসে পথ পাশে গাছে,
ফলে ফুলে হেলে দুলে প্রজাপতি নাচে।
চাষী যায় ফিরে চায় বাঁকা পথ ধরে,
দূরে মাঠে দীঘি ঘাটে জল আছে ভরে।


ছোটো ঘাসে আশেপাশে শিশিরের রেখা
তাল সারি করে আড়ি রোদ ছায়া একা।
আকাশের বাতাসের কত কথা শুনি,
মানুষের এ মনের রঙ ফুল গুনি।


একি রূপ অপরূপ দেখি চোখ মেলে
ছোটো বাসা ভালোবাসা খুশিটুকু পেলে।
মনে তাই গান গাই সকলের সুখে,
থাক বেঁচে প্রাণ নেচে শান্তি আশা বুকে।