এপার বাংলা ওপার বাংলা
গাইছে একই জীবনের সুর
কাণ্ডারী হুঁশিয়ার কিংবা কুলিমজুর,
তবু আছে প্রাণে বিলকুল
সাম্যবাদের কবি নজরুল।


রমজান শেষে ঈদের গানে
শ্যামসঙ্গীত মাতোয়ারা
যিনি লেখেন মানুষের কথা সর্বহারা
বিদ্রোহী সুরে মনের বুলবুল
সাম্যবাদের কবি নজরুল।


বাংলা মায়ের হিন্দু মুসলিম
একই আকাশ সূর্য চন্দ্র
মানুষের পাহারায় হোক আরও অতন্দ্র,
হোক একই বৃন্তে ফোটা ফুল
সাম্যবাদের কবি নজরুল।


শুকনো পাতার নূপুর বাজিয়ে
বিষের বাঁশিতে একা সুর তোলে
আত্মামগ্ন নিজেকে নিজে ভোলে,
মরমী কলম হয়ে আকুল
সাম্যবাদের কবি নজরুল ।