আমি তো বন্দুক বানাতে পারি না
গুলি গোলা তৈরি করতে পারি না
বারুদে কি কি দেয় কোথায় পাওয়া যায়
কিছু জানি না
এমনকি কার দিকে কখন তাক করতে হবে
তাও জানি না।
সবই উপর থেকে বাবুদের হাত ঘুরে আসে
নির্দেশ আসে,
যেভাবে যেদিকে যেমন করে বলে
আমি শুধু সেদিকেই টিগার টিপি।
তাই আমি ও আমার সংসার পরিজন
দুবেলা দুমুঠো পেট পুরে নিশ্চিত খেতে পাই।
না হলে আমরা এই ঘন জঙ্গলে
এত এলাহি খাওয়ার, হাতিয়ার কোথায় পাবো বলো?


ওহে, ও সিপাহী
সেই সব উপরওয়ালা বাবুদের দিকে
তুমি চালাও, গুলি চালাও, তোপ দাগো
যারা তোমার দেশে আছে
আমার দেশেও আছে
সব দেশে আরামে আয়েশে
সরকারি উপভোগে বিন্দাস আছে।


না হলে শুধু শুধু আমাকে মারলে
কি আর হবে? কিছুই না।
আবার আবার আমার মত জন্ম নেবে
হাজার হাজার লাখো লাখো
সন্ত্রাসবাদী।