পদ্ম শালুক হাসছে দেখে
থমকে দাঁড়ায় আলো
বাইছে ডিঙি একটা ছেলে
দেখতে লাগে ভালো।


ঝিলের জলে রামধনু রঙ
করছে খেলা একা
শিশির মাখা শিউলি সাদা
উঠোনে দেয় দেখা।


কামিনী আর টগর বকুল
হাওয়ায় কথা বলে
সবুজ খেতে তালের সারি
পথের বাঁকে চলে।


এসব দেখে আকাশে মেঘ
সাদা ভেলায় ঘোরে
হিমের পরশ গাছের পাতায়
শিশির হয়ে ঝরে।


প্রজাপতির ফুল বেড়ানো
দেখতে বাগানটাতে
শরৎকালের শারদীয়া
জাগে দিনে রাতে।