অসৎ জীবন অশান্তিময়
সবাই সে সব জানে
তবু মানুষের ইচ্ছে যাপন
দুর্ভোগ ডেকে আনে।


এই সংসারে সকলেই চায়
থাকতে রাজার মত
ধন সম্পদে লোভ লালসায়
ভোগ করে সুখ তত।


তার মাঝে আসে মনের বিরূপ
নিজের জমাতে সব
দিন রাত শুধু পাই নি কিছুই
করে যায় কলরব।


কোথায় যে সুখ কোথায় হাসির
আনন্দ পথ চলা
অসৎ জীবনে নাই তা কিছুই
পায় শুধু কানমলা


যেটুকু শান্তি এ জীবন শেষে
গড়ে তোলো সৎ বাসা
তাতে পাবে তুমি অপার প্রেমের
মধুময় ভালোবাসা।