জীবনটা নয় সহজ সরল
বড্ড আঁকাবাঁকা
একার মনে ফাঁকির ফাঁকে
গড়ায় জীবন চাকা।


সচল জীবন রতন মানিক
কিছু তো সদর্থক
আলোর দিশায় থাকেন যিনি
তিনি পথ প্রদর্শক।


ঠিকানা তাঁর মুক্ত দিশায়
আঁধার সরায় মনে
তিনিই শক্তি অনন্ত সুখ
হৃদয় শুভ ক্ষণে ।


কাজের মাঝে শ্রদ্ধা ভক্তি
পথ দেখিয়ে পথে
আপন করে নেয় টেনে নেয়
ভালোবাসার মতে।


জীবনটা তাই আলোকিত
বাঁচতে চাওয়া শান্তি
জগৎ সত্যি মানুষ সত্যি
ছড়ায় রজতকান্তি।