কুঁড়ে ঘরের পেছন দিকে
আছে ছোট্ট ঝিল
শ্যাওলা পাতা অল্প জলে
মাছ করে কিলবিল।


তারই পাশে ধানের জমি
খেলছে সবুজ ঢেউ
আলপথ দিয়ে যাচ্ছে চলে
অন্য গ্রামের কেউ।


হাঁসেরা সব খেলছে জলে
গুগলি গেঁড়ি খায়
বাউল গানে ছোট্ট ডিঙি
গ্রামের ছেলে বায়।


সেই ঝিলের পদ্ম শালুক
যাবে মায়ের পায়
সাদা মেঘের শরৎ শোভা
দেখি ঝিলের গায়।


দুর্গাপূজার আয়োজনে
কাশফুল হেসে যায়
খুশির আমেজ ছড়িয়ে পড়ে
শারদ শুভেচ্ছায়।