আকাশ জুড়ে মেঘের ভেলা
সাদা কাশের ফুলে
শরৎ রাণী ঢেউ বাতাসে
যায় নি কিছু ভুলে।

দিকে দিকে উঠছে সেজে
পদ্ম শালুক ঝিলে
আকাশ নীলে কাশের সাদা
যাচ্ছে দেখো মিলে।

হিমের পরশ শিশির ছোঁয়া
কাশের ফুলের হাসি
শারদীয়ার আয়োজনে
বলছে ভালোবাসি।