ভোরের বেলা হাল্কা শীতে
দেখি বাইরে এসে
মৃদু মন্দ বইছে বাতাস
আলোয় হেসে হেসে।


শিউলি পড়ে উঠোন জুড়ে
হিমেল শিশির মেখে
সাদা সাদা থোকা থোকা
নয়ন জুড়ায় দেখে।


সারাটা রাত ফুটানো ফুল
পড়ছে ঝরে ঝরে
শিউলি তলা ফুলের শোভায়
সাজছে থরে থরে।


একটা মেয়ে কুড়ায় সে ফুল
পূজোর আঁচল ভরে
আকাশে মেঘ পেঁজা তুলোয়
কাশের খেলা করে।  


শরৎকালের রূপের বাহার
শিউলি ফুলের মালায়
নতুন গন্ধে শারদীয়া
ঢাকের কাঠি বাজায়।