শিশুকে শিক্ষা দেয় বিদ্যালয়ের শিক্ষক
বোধ বুদ্ধি করে তোলে সভ্যতা সংস্কারক
অক্ষর জ্ঞান আর শিষ্টাচারের সুষ্ঠু সাধনা
বিদ্যালয়ে শিশু পায় তার সঠিক নিশানা।


মা বাপ ও তার পরিবেশ খারাপ হতেও পারে
মনুষ্যত্ব ভরা থাকে স্কুলের শৃঙ্খল ভাণ্ডারে,
যেখানে শিশু শুধু ভাল শেখে শিক্ষকের পাশে
তাকে বিমুখ করো না হে টিউশনের অভ্যাসে।


শিক্ষক যা বলেন শিক্ষার্থীর কাছে তা বেদবাক্য
সারাজীবন মনে রাখে সেইসব জীবনের লক্ষ্য
শ্রেণিকক্ষ বেঞ্চে বসে তাই পেতে চায় কিছু শিক্ষা
শিক্ষক দিবসের মর্যাদা দিক তেমন কোন দীক্ষা।