শীতের দিনে পিঠে পুলি
খেতে বড়ই মজা
সঙ্গে যদি থাকে একটা
নলেন গুড়ের গজা।


নতুন ধানের চালের সুবাস
ওঠে চাষীর ঘরে
পায়েস যেন পরমান্ন
জিভেতে জল ঝরে।


মিষ্টি রোদে গা এলিয়ে
কত রকম পিঠে
যতটা পাই আরো যেন
খেতে লাগে মিঠে।


একটু খানি নারকেলের পুর
ভাপা দুধের সাথে
শীতের আমেজ দ্বিগুণ বাড়ায়
পড়লে খাবার পাতে।


শীতের দিনে এমন কতই
আনন্দ সুখ আসে
শীতের কষ্টে সবাই তবু
শীতকাল ভালোবাসে।