শীতের দিনে একটুকু রোদ সোনা ও মানিক
পিঠ এলিয়ে বসে থাকি আর একটু খানিক,
বুকের ভেতর কাঁপন ধরায় উত্তুরের হাওয়া
সূয্যি মামার একটু পরশ যেন সব পাওয়া।
পড়ছে ঝরে শিশিরমাখা শিউলি ফুলের দল
কম্বল কাঁথা চাদর ছেড়ে এইবার কাজে চল।


দিচ্ছে বড়ি মা কাকীমা দুপুর রোদের ছাদ
কনকনে জল ডুব সাঁতারে নলেন গুড়ের স্বাদ,
সবটুকু ওম নেয় মেখে নেয় রাতকে করবে পার
সারাদিন থাক রোদভরা তাপ ভাঙা ঝুপড়ির ধার।


নাই কো যাদের গরম কাপড় উলেন সোয়েটার
শীতের রৌদ্র তাদের কাছে বাঁচার অধিকার।