শীতকালে কুয়াশায়
চারিদিক ঝাপসা
ধোঁয়া ধোঁয়া আশেপাশে
শিশিরের নকশা।
পাতা থেকে জল পড়ে
ধুয়ে যায় ময়লা
ভোরবেলা কত জনে
কাজে যায় একলা।
আবছাতে ঢাকা থাকে
দূরে দেখা যায় না
শীতে কাঁপে বহু লোক
সোয়েটার পায় না।
খেজুরের রস ভরা
বাঁক কাঁধে লোকটা
ফসলের নানা স্বাদে
ভরে সারা দেশটা।