শখ ছিল
যে কোন মানুষের পাশে
খুব ভালো মানুষের মত হেঁটে যাব।
মঞ্চে হোক বা অডিয়েন্সে আমার কথাবলা বিশ্বাসে
মানুষ খুঁজে পাবে মানুষের মর্যাদাটুকু।


ছড়িয়ে পড়েছি বড্ড বেকায়দায়
গাড়ি বাড়ি পোশাকআশাক গয়নাগাঠি
আমোদ আহ্লাদ উপাচারে
আমার শখ
শুধু আমার সুখের কথা ভাবছে,
না নিজে মানুষ হচ্ছে
না পাশে কোন মানুষ দেখতে পাচ্ছে।


পৃথিবীর এত ঘুর্ণিপাকে
আমার দুর্বিপাক আমাকে
শখের বাজারে বিকিকিনি করছে।
শখ পূরণ হয়ে যাচ্ছে
রুক্ষ রুদ্র তাপসে।