আকাশে বাতাসে হিমের পরশে
পূজোর গন্ধ ভাসে
কাশের ফুলেতে শিশিরের রেখা
সূর্য আলোতে হাসে।


পুকুরের জলে পদ্ম শালুক
চারিদিকে ভরে ওঠে
টগর কামিনী বকুল ফুলেরা
উজ্জ্বল হয়ে ফোটে।


সারাটা উঠোন শিউলি সাদায়
শুধু ঝরে ঝরে পড়ে
প্যান্ডেল আর ঢাকের কাঠিতে
পূজো রঙ খেলা করে।


ঝিলের ধারেতে তাল গাছ সারি
সবুজ ধানের মাঠে
দীঘি ভরা জল সময় কাটায়
পূজোর গল্প পাঠে।


আল পথ ধরে ছোটো ঘাস ফুলে
পূজোর গন্ধ আসে
শরৎ আবার শারদ শোভায়
সাজে আশ্বিন মাসে।