শরৎ এলে ঝিলের ধারে
শোভা ছড়ায় কাশের ফুল,
সকালবেলা শিউলি সাদা
ঋতু রাণীর কানের দুল।


পদ্ম দীঘি উঠছে ভরে
শতদলের নানান সাজে
কৃষক চলে মাঠের দিকে
ফসল তোলা চাষের কাজে।


মেঘের দল সাদা ভেলায়
আকাশ জুড়ে করছে খেলা
শেফালি ফুল রাতেই ফোটে
ঝরছে দেখো সকাল বেলা।


শিশির ঘাসে রামধনুতে
মিস্টি ছবি আঁকতে থাকে
বাতাস ধীরে গাছের পাতা
দুলতে দেখি পথের বাঁকে।


শরৎ এলে উৎসবের
খুশির বান ওই যে ডাকে
সারা আকাশ বাতাস জুড়ে
রঙিন নেশা লেগেই থাকে।