কিছুই আমার নাই কিছু নাই
আমার শূন্য আমি
যা কিছু সব আছে তোমার
আমার চেয়ে দামী,


দিই নি আমি কোন কিছুই
নিতে গিয়েও থামি
তোমার আমার চলার পথে
কেবল উঠি নামি।


কতটুকু জমা আমার
হৃদয় গুণে ভরা
ভাবছি যত শূন্য তত
নাই বিষয়ে গড়া।


আমাকে তাই শূন্য মাঝে
কোনো একটি কাজে
রাখতে পারো তোমার মত
যেমন তেমন সাজে।


পথ গিয়েছে শূন্য পথে
অচিনপুরের আশা
স্মৃতিগুলো তলিয়ে যায়
পায় না ভালোবাসা।