স্মৃতি বড় সুখময় যদি থাকে আশা
যা পেয়েছি দুঃখ সুখ আর ভালোবাসা,
মনে আছে আরো কিছু ছোটো ছোটো স্বপ্ন
হৃদয়ের পাশে বসে হয়ে যাই মগ্ন।


শিশুবেলা বড়বেলা আরো কত মুখ
আদরের মোহকাল ভরে ওঠে বুক,
ফুল রাঙা ভুল ঠিক বার বার মনে
উচিত শিক্ষার সূচী দেখে ক্ষণে ক্ষণে।


কি পেয়েছি কি পাই নি, পাব কে তা জানে
হৃদয় অপার শান্তি থাকে মনে প্রাণে,
সামনে দাঁড়ায় এসে পেছনে যা ছিল
নিজের কর্মের বোঝা বুঝিয়ে তা দিল।


মুখর স্মৃতির ঝাঁপি ভাবালে আমাকে
চেতনায় মানবিক আলো হয়ে থাকে,
দূর দেশে গাছ পাখি বাসা বাঁধে ডালে
লিখে যায় অধিকারে এই মহাকালে।


দাঁড়াও আলোক বর্ষ স্মৃতি ওই আসে
মানুষের মোহ জাল দিনান্ত আকাশে,
গুণ তার সর্ব গুণ অনন্তের আশা
যা হোক তা হোক তাকে দিও ভালোবাসা।