পৃথিবীতে মানুষেরা যে যার আপন
তাই যদি হয় তবে লাগবে কেমন?
স্রোত হয়ে বয়ে চলা হৃদয়ের সুখে
এ পৃথিবী বাঁচে দেখো ভালোবাসা বুকে।


আরো বৃহৎ জগতে কে আপন পর
সম্পর্কের তারে বাঁধা মুক্ত কণ্ঠ স্বর,
জড়িয়ে কি ধরেছি তা, আমার বন্ধন?
নিজের বিচারে নিজে দিয়েছে ইন্ধন?


কতটা নিজের প্রশ্ন নিজেকে করেছি
আপন ভঙিমা সুখে অন্যকে ভরেছি?
দেখি সব আছে দূরে করছে বরণ
কোথাও কেউ করে নি আমার স্মরণ?


ভয় লাগে, লাগে ভয় অস্থির সময়
সকলের মাঝে একা, যেন আয়ু ক্ষয় ;
ঝাঁপিয়ে পড়ার আশা কেন অকারণ
আঁকড়ে ধরা মাটিতে ঠেকায় চরণ।


তবু দিন কেটে যায় প্রেম পুষ্প মালা
এ পৃথিবী নিজ বাড়ি, ঘর এক চালা;
শান্তিতে করব বাস ভাবনা এমন
প্রাণ খুলে বলি তাই, সবাই আপন।