নানা রঙের ফুল ফুটেছে গাইছে পাখি গান
প্রজাপতি উড়ছে ঘাসে ফড়িং ধরছে তান,
গরু ছাগল চরছে মাঠে যাচ্ছে হাটে লোক
সবাই বলছে নিজের কাজে সবই শুভ হোক।


মোরগ মুরগী খুঁটছে খাবার হংস খেলছে জল
পাতার ফাঁকে রোদের খেলা গাছে ধরছে ফল,
দূরে দেখা পথের বাঁকে পথিকের যায় চোখ
খুশির ঝিলিক বয়ে আনে সবই শুভ হোক।


খেলছে শিশু উঠোন জুড়ে সবাই করছে কাজ
নিজের হাতে গড়ছে বাড়ি খুবই ব্যস্ত আজ,
আকাশ ভরা সূর্য তারা মিষ্টি চন্দ্রালোক
ছড়িয়ে দেয় সবার মাঝে সবই শুভ হোক।


মলয় বাতাস শিহরণ দেয় ফোটে গোলাপ ফুল
গন্ধে মাতাল মনের কোণে প্রেমিক করে ভুল,
মাটির বুকে লালন পালন মাটি বিশ্বলোক
মায়ের মত আগলে রাখে সবই শুভ হোক।


সুখে দুঃখে হাসি কান্নায় জীবনের এই ঘর
আলো ছায়া ভালো মন্দে আর হব না পর,
মোহ ভরা হৃদয় ব্যথায় কেন করব শোক
মুক্ত উদার জীবন যুদ্ধে সবই শুভ হোক।