যতটা দিই তার চেয়ে বেশি ফেরত পাই
তবু পাই না পাই না করে খুব চেঁচাই
সম্মান এমনই নিজেকে খুঁজতে নিজে যাই
গর্বের রংমশালে মর্যাদার জুড়ি মেলাই।


যারা দিয়ে গেছে তাদের কতটা দিয়েছি
যারা দেয় নি তাদের নিয়ে ভাবি নি
যারা দেবেই দেবে তাদের নজরে রেখেছি
সম্মান এমনই সূর্যের ছায়া দেখি নি।


মৃদু মন্দ বাতাসে গোলাপ দুলছে শাখে
ছিঁড়ে নিয়ে গেল পূজারীর হাত
সেই ফুল সে হৃদয়ের কাছাকাছি রাখে
সম্মান এমনই থাকে তার হাতে হাত। ।


মাটি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাওয়া রত্নে
উৎসব করে প্রাপ্তিযোগের আশা
গর্তের ভেতরে গর্ত, আধার থাকে অযত্নে
সম্মান এমনই শুধু জীবনের পাশা।