একত্র হয়ে বেঁচে থাকার চিরকালীন অভ্যাসে
ঝরে পড়ে আলোর ঝর্ণাধারা।
দূরে দূরে শুধু কঠিন ইমারত ঠায় দাঁড়িয়ে
তাদের মুখ বাড়ানো এক চিলতে বারান্দায়
খেলা করে কৃত্রিম আলোর বিদ্যুৎমালা।
তার নিচে গভীর গহীন চাপ চাপ অন্ধকারের লোলজ্বিহা
সভ্যতাকে খেতে চায় আগ্রাসনকে খেতে চায়
মানবিকতাকে বিকার বিধ্বস্ত করে যায়।
আলো সেখানে পথ খোঁজে
মেয়েটির চোখে ছেলেটির চোখে
কাপালিক যন্ত্রণার মনুষ্য আবরণে।
আলো তো ছিল আলো তো আছে আলো তো থাকবে
অন্ধকারের বুক চিরে ধ্বংসবিন্দুর পথ পেরিয়ে
তোমার হৃদয়ে আমার হৃদয়ে সে প্রদীপ জ্বালবে
পথ দেখিয়ে নিয়ে যাবে সুদূরের সীমান্তে।
খিদের উনুন ধরাতে যারা বেরিয়েছে পথে
মুঠো ভরে নিয়ে আসতে পেরেছে
চাল ডাল মসলাপাতির আলো
তাদের ঘর সাজানো আপনায় শক্তির আরাধনা,
মুক্তির সংগ্রামে শুধু মানুষের জয়গান করে
আলোর ঝর্ণাধারায় ভরিয়ে দেয় বিশ্ব ভুবন।