সময় চলেছে সামনে এগিয়ে
দাঁড়ায় না কারো জন্য
পেছনে অতীত নিজের নিয়মে
রেখে যায় কিছু ভিন্ন।


যে যার কাজের সময় হিসেবে
যতটুকু মাপ রাখে
সামনে চলার পথ সীমানায়
ততটাই ছাপ থাকে।


নিজের সামনে নিজেকে দাঁড়িয়ে
যদি কর ঠিক কাজ
সময় তাহলে আগামী সময়ে
গড়ে দেবে শুভ সাজ।


সময় কখনো করে না তো কাজ
সময়ে কাজের তুমি
এগিয়ে চলতে পথের দু পাশে
গড়া থাকে মান ভূমি ।


সময় হিসেবে জমা ও খরচে
যদি কর পরিমাপ
তাহলে জীবনে সময় থাকবে
তুমি নাই জলছাপ।