আমি জানি আমার একার জন্য কোন কিছু নয়
না পড়াশোনা না চাকরি না ঘরবাড়ি না আরাম আয়েস,
সবার সঙ্গে মিলেমিশে ভাগ করে নেওয়ার নাম জীবন
সবাইকে নিয়ে এক সাথে চলার নাম বেঁচে থাকা।


কিন্তু আমি যখন ময়দানে নামি
সে পড়াশুনাতে হোক চাকরি হোক বাসস্থান হোক
কিংবা আরাম আয়েসের জীবন হোক,
তখন দেখি ছিনিয়ে নেওয়ার নিদারুণ প্রতিযোগিতায়
সারি সারি দাঁড়িয়ে আছে
হাজার হাজার লাখো লাখো কোটি কোটি প্রতিযোগী।
তখন আর মনে পড়ে না ভাগ করে নেওয়া
জীবনের জলছবি;
তখন আমি ভাবি, আমাকে ভাবতে বাধ্য করা হয়
শুধু আমার পড়াশুনা শুধু আমার চাকরি বাকরি
আমার থাকার জায়গা শুধু আমার বেঁচে থাকা।


আমরা সবাই আমরা হব
সঙ্গে থাকব আমি
জীবনযাত্রায় ভাগ করে নেব জীবন ভাগাভাগি।
তাহলে নির্দিষ্ট হোক আমরা মানুষ,
কিছু কিছু অল্প কিছু
প্রকৃতির সঙ্গে মানুষ হোক
ইকোজাগতিক সংখ্যায়
নির্দিষ্ট।