যদি তুমি ঠিক সৎ থাকো
পেতে পারো পুরস্কার
অসৎ হলে আজ কিংবা কাল
পাবে তুমি তিরস্কার।


সৎ বিচারে চলতে পথে
সকলের খুব কষ্ট হয়
অনেক দুঃখ হেনস্থা আর
মনের ব্যথা বুকে রয়।


পায়ে কাঁটা ফুটতে থাকে
টানতে থাকে ইচ্ছে ভুল
বিপত্তি আর বিপদ বাগান
ঢেকে রাখে গোলাপ ফুল।


নাম থাকে না ডাকে না কেউ
দিনের শেষে একলা ঘর
করতে থাকা লড়াই মনে
সৎ জীবনে সবাই পর।


সহ্য ঠেলে এগিয়ে তাই
আকাশ মাটি হৃদয় দিন
সৎ জীবনে বাঁচার মজা
ভালোবাসা বাজায় বীণ।