আমি তো বলবই আমি সৎ এবং সঠিক
তাতে কি প্রমাণ হয় স্বাভাবিক চারিদিক?


নিজেকে নিয়ে যাই এমন একটা পর্যায়ে
তাতে আশপাশ রচিত হয় তেমন অধ্যায়ে,
তারপর সমস্ত মূল্যায়ন তাকে ফেরায় না
যা করে যা করায় তাতে সৎ-মূর্তি হারায় না।


এভাবে ক্ষমতা হেঁটে যায় সবাইয়ের সাথে
পাশে আছে জনতা দেখায় সে হাতে নাতে,
সম্মানের শিখরচূড়ায় করে সে পদার্পণ
যুগের চিহ্নে সৎ ও সঠিক, সব করে অর্পণ।