কোনটা সত্য কোনটা মিথ্যা
বোঝা বিষম দায়
জীবন তাকে চিনিয়ে দেয়
সত্য বিচার পায়।


সত্য যেটা সঠিক সেটা
যতই মিথ্যে ছল
নানা রকম ফন্দি ফিকির
গড়ুক নিজের দল।


দ্বন্দ্ব চলে মতভেদে
সত্য মিথ্যা ঠিক
যা দেখে তা ভেবে বসে
দৃশ্য চারিদিক।


কত রকম ছল এসেছে
নীতি নিয়ম তাই
সত্য মিথ্যার গোলক ধাঁধায়
মানুষ দেখতে পাই।


সত্যের কোনো বিকল্প নাই
মিথ্যা পায় না জয়
ভালোবাসায় সব মানুষই
সত্য হয়ে রয়।