প্রতিটি দিন যাদের কাটে
শ্রমের জন্য বাঁচা
তাদের মূল্য প্রতিদিন হোক
এ সভ্যতার যাচা।


মাঠে ঘাটে কারখানায়
হাতুড়ি শাবল কাস্তে
গড়ে তোলা পরিণামে
চলছে কেন আস্তে?


শ্রমিক খাটছে উঁচু প্রাসাদ
কাজ করা সব খানে
এত মসৃণ ঘাম মিছিলে
যেন জীবন আনে।


নির্মাণ পথে মালিকানা
শোষণ কেন মন্ত্র
এক মুঠো গ্রাস মুখে তুলতে
মানুষ নয় তো যন্ত্র।


শ্রম দিবসের আগুয়ান মন
শ্রমিকের হোক আশা
সবাই শ্রমিক ভাবনা সময়
ছড়াক ভালোবাসা।