সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করাটাই রীতি
সে প্রেম পিরীতি হোক কিংবা সামাজিক সম্প্রীতি,
বান এল ত্রাণ এল সামনে খুলল কামাই পোটলা
রেশনে অনুদান এল কেন বৃথা কর শুধুই জটলা।
কামাই সবাই চায় যদি পায় সুযোগের পয়জার
ফাইলটা ঠিকঠাক একাই ধরে রাখা কুম্ভ রাজার,
হাত পেতে কিছু তো নেবে যেমন পাবে সরকার
সবাই জানে সৎ আসলে শুধুই শব্দের অধিকার।


সুযোগ কেন দিই? এই কথা লেখা থাকে পুঁথিতে
যাই বল তাই বল সবাই চড়ে সুযোগের হাতিতে।
ব্যবস্থায় যদি সুযোগ না থাকে নীচে কিংবা উপরে
ঘুষ কমিশন পারসেন্টেজ থাকবে না কোন ফোড়ে,
দেশ চলবে দুর্বার গতিতে পাবলিক পাবে মুনাফা,
সুযোগের হাঁ মুখ এবার বন্ধ করো ওগো মুস্তাফা।