আমি যখন মায়ের কোলে বাবার পিঠে চড়ি
দিদির সাথে খেলনা বাটি পুতুল ভাঙি গড়ি,
উঠোন জুড়ে ভাই বোনেতে কত ধূলো মাখি
সেই তো আমার মনের খুশি আনন্দ সুখ পাখি।


আমি যখন পড়তে বসে অঙ্কেতে ভুল করি
বাইরে দেখি চড়ুই শালিক যাচ্ছে কোথায় উড়ি,
ফুল বাগানে প্রজাপতির রঙের মাখামাখি
সেই তো আমার অপার শান্তি আনন্দ সুখ পাখি।


স্কুলের পথে বন্ধুরা সব করছি হাসাহাসি
গাছের ছায়া আকাশ আলোয় যেন ফিরে আসি,
দু চোখ ভরে ভালো লাগা গুছিয়ে যা রাখি
সেইটুকু আজ শুধু আমার আনন্দ সুখ পাখি।


মা বকা দেয় বাবার শাসন হচ্ছি বড় আমি
দুষ্টুমিতে বাইরে ঘরে আদরটুকু দামী,
সবুজ ডালে উড়তে শেখা কেন দেবো ফাঁকি
তাই তো আমি ভালোবাসি আনন্দ সুখ পাখি।