জীবন জুড়ে মোহ খেলা
কে কোথা আর যাবি
পথ সীমানায় বাঁধা আছে
যে যার মোক্ষ চাবি।


ভেবেছিলে খুব সহজে
পেরিয়ে এ পারে
আঁচল ভরে শান্তি সাগর
ঝুলছে কাঁটা তারে?


চলে যাওয়ার ভাবনা ভাবে
থাকার ইচ্ছে খানি
প্রবল হাওয়া চড়া রোদেও
করছে যে মনমানি।


ছোট্টো বাড়ি দরজা জুড়ে
ঝুলছে কত তালা!
পরের ধনে পোদ্দারি তাই
অসুখ বরণ ডালা।


সুখ পেয়েছো? চাবির গোছা!
বদল করে বাসা
যা কিছু সব ভাবের ঘরে
মনের ভালোবাসা।