গর্মির গায়ে ঘামের গন্ধ
অস্বস্তি হয় দেখে
সূর্যের তাপে গরম এসে
বিরক্তি গান লেখে।


অনুভূতি খোঁজে মানুষ
আবেগ কষ্ট যত
সারাটা দিন তপ্ত হাওয়া
ভিজছে হৃদয় কত।


রোদের ফাঁকে একটু মেঘে
কড়া শাসন আলো
উঠছে তেঁতে চারিদিকে
স্বস্তি কিছু ভালো।


খর তাপে মুখের আদল
ঝলসানো সুখ স্বপ্ন
লাগছে গরম মোক্ষ দহন
হয়তো পুণ্য লগ্ন ।


সূর্য তপা গাছের ছায়া
রোদের হল্কা আসে
আকাশ নীলা মাটির গন্ধ
আজও ভালোবাসে।