তোমার যা যা করতে ইচ্ছে করে
তাই তুমি করবে,
অন্যে কে কি বলবে কি ভাববে
এসব একদম ভাববে না।


আমি যে কোন অন্য হয়ে
তোমার জন্য এ রকম স্বাধীনতা দিয়ে দেখেছি;
তুমি স্বাধীন হয়ে প্রথমে বুদ্ধির খেলা ছেড়েছো
সুপ্রভাত করেছো সকাল দশটায়
রেওয়াজে করেছো মনমানি
তুলিতে লাগাও নি কোন রঙ
গুচ্ছের টাকা খুঁজেছো
পার্টিতে বারে করেছো বোতলের উদ্ভট নৃত্য,
যারা সব ভাবে না, ভাবায় না, শুধু ভাঙে
তারা সব তোমার দিনরাতের
নেশাময় নিত্য সঙ্গী।


এক অজানায় হারিয়ে যাওয়া
তোমার পায়ে পায়ে লেগে থাকে,
মানুষ থেকে বিচ্ছিন্ন বিকৃত এক নেশার প্রলেপ
তোমার মান অভিমানে ক্রমাগত জমা হয়,
আরাম আয়েসের সর্বোচ্চ শতাংশে
তুমি হতে চাও এ পৃথিবীর অংশীদার।


একে কি সত্যিই স্বাধীন বাঁচা বলে?
পৃথিবীতে কেউ স্বাধীন নয়
কোথাও না কোথাও বাঁধনে সে বাঁধা
তারই এক ক্ষুদ্র কোণে দাঁড়িয়ে
তোমাকে দেখি আর ক্রিয়েটিভ খুঁজি
যদি পাই
তখন আমি আর অন্য থাকি না
আপন হয়ে সারা পৃথিবীর স্বাধীন সূর্য এনে দিই
এ আমি, এনে দেয়
এ আমি, এনে দেবেই দেবে।


বলছি, নিজেকে নিজের মত
তুমি কি সত্যিই সেই স্বাধীন বাঁচা
অর্জন করতে পেরেছো?