অত্যাচারীর খড়্গ কৃপাণ
আজও ঝলসে ওঠে
সঠিক পাওনা কুলিমজুর
আজও পায় না মোটে,
তবু নজরুল বিদ্রোহী সুর
সাম্যের মালা গাঁথে
আগুন ফুলকি গান কবিতায়
ফুটছে দিনে রাতে।

একই বৃন্তে ফুল ফোটে নি
জাতপাত আজও আছে
দুস্তর পারাপারে এ দেশ
কাণ্ডারী নাই কাছে,
তবু নজরুল শুকনো পাতায়
জীবন নুপূর বাজায়
উন্নত শির হোক সকলের
যেন বাঁচা বাঁচায়।

মানুষ জাতির হৃদয় জুড়ে
দুই বাংলার এক সুরে
কে বাজায় ঐ বিষের বাঁশি
নয় জীবনের দূরে,
তবু নজরুল জীবন রচনা
অধিকারের আশা
মানুষ মনের চেতনাতে
ছড়ায় ভালোবাসা।