তোমার কথা কেউ বলে নি
আমিও তেমন করে বলতে পারছি না।


পৃথিবীর সবচেয়ে বিষ বিষাক্ত
ময়লা নোংরা আবর্জনা মলমূত্র
সারি সারি লাশ মৃতদেহ তুমি ছাড়া কেউ তুলবে না
তুমি ছাড়া কাটা ছেঁড়া ময়না তদন্ত একটুও এগোয় না।
তুমি মৃত্যুর পরে, ফেলে দেওয়ার পরে
পচে যাওয়ার পরে, শেষ হওয়ার পরে আসো
তাই তোমাকে কেউ মনে রাখে না।
কেউ তোমার ঘর সংসার পোয়াতি বউ
ছোট ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ তোমার স্বপ্ন
তোমার আকণ্ঠ গিলে থাকা মদ
এসবের কেউ খোঁজ করে না।


কিভাবে অতিষ্ঠ দুর্গন্ধে ভরা
ময়লা পচা রাশি রাশি অবশিষ্টকে
পৃথিবীর শেষ প্রান্তে পুঁতে পুড়িয়ে বা সরিয়ে রেখে এসে
তুমি নিজের হাতে খাবার তুলে খাও
তুমি ছেলে মেয়েকে আদর করো
তুমি সোহাগে সংসার ভরিয়ে তোলো
সে সবের খোঁজ কেউ রাখে না।


তুমি কর্মক্ষেত্রের শান
তুমি এ পৃথিবীকে বাসযোগ্য করে তোলা সেনানায়ক
তোমাকে স্যালুট জানাই।
তোমার জন্য রেখে যাই বাস্তবের গল্প লেখা
সদ্যফোটা একগোছা হৃদয় গোলাপ।