তুমি চাও তোমার দুঃখ দুর্দশা দূর হোক
তুমি চাও দুবেলা দুমুঠো খেয়ে পরে
সুখে শান্তিতে বাঁচতে।
তবে তার জন্য অন্যের কাছ থেকে
ছিনিয়ে নেওয়ার কথা ভাবছো কেন?
অন্যের কাছ থেকে কিছু পাওয়ার জন্য হাত পেতে
দাঁড়িয়ে আছো কেন?
অন্যের পরিকল্পনায় হাত লাগাচ্ছ কেন?
অন্যের মতে অন্যের পথে যেটুকু আসে আসুক
ভাবছো কেন?
নিজের ভেতরে এমন কিছু তৈরি করো
যা অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না,
অন্যের দিকে কখনোই তুমি হাত বাড়াবে না,
অন্য কেউ ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে সুঝিয়ে
তোমাকে দিয়ে ধ্বংসের কোন পথে নিয়ে যেতে পারবে না।
সেটা হল পড়াশুনা করা, ডিগ্রি অর্জন করা।


তোমার সর্বোচ্চ সেখানে প্রয়োগ করো
যতটা বেশি পারো সময় ব্যয় করো
যতটা বেশি পারো মনঃসংযোগ করো,
যেন কোন প্যাশান নয়, নিশ্চিত একটা আয়
তোমার জীবনকে ঘিরে জীবন রচনা করে।
দেখবে তোমার দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে
তুমি কোথাও না কোথাও ঠিক দাঁড়িয়ে আছো
মাথা উঁচু করে। সদর্পে।


এর বাইরে যে অধিকার
দুঃখ দুর্দশা দূর করার অভিপ্রায়
তাতেও দুবেলা দুমুঠো আসবে,
তবে সুখ শান্তি আসবে না।
দুঃখ দুর্দশা ঘুরে ফিরে আসবে অন্য মাত্রায়
অন্য অনেক বাড়তি ঝড় ঝঞ্ঝার দিক চিহ্ন হয়ে।