বিন্দু বিন্দু ফোঁটা জলে
তৃষ্ণা মিটে যায়
চাতক কাতর শুকনো ঠোঁটে
তাকিয়ে কি পায়?

বৃষ্টি বিহীন মরু শহর
ইট পাথরের ভিড়
কোথায় পাব গাছপালা আর
ঝর্ণা নদীর তীর?

গাছ কেটো না, পুকুর নালায়
পড়ুক বৃষ্টি জল
এই পৃথিবীর সৃষ্টি স্থিতি
বাঁচুক শিশুর দল।