তুমি বলেছিলে - আশা আছে
আমি আশায় বুক বেঁধে আছি ;


বলেছিলে - অত তাড়া কেন ?
আমি তাই অপেক্ষার বালুকাবেলায়
নুড়ি কুড়াতে কুড়াতে
শুধু ঢেউ দেখি আর ঢেউ দেখি ।


তুমি বলেছিলে - তোমারই জন্য এত আয়োজন
তোমার তো হবেই হবে ;
আমি তাই স্থির লক্ষে এগিয়ে চলেছি।


জিজ্ঞাসার আবর্তে কর্মযজ্ঞ  
একটুও পাত্তা দিই নি অবসাদ
কেন না আমার হবেই হবে ।


তুমিই বলেছিলে - প্রচেষ্টার সঙ্গে ভাগ্য
আসে সাফল্য।
প্রচেষ্টা আমার হাতের মুঠোয়
কিন্তু ভাগ্য ??
তবুও তুমি বলেছিলে - আমার ভাগ্য আমার হাতে ।
আমি তাই আবার নতুন উদ্যমে।


তুমি বলেছিলে - সফল হবেই ।
আজ আমি সত্যিই
আমার মত  
আমি সফল হয়েছি ;
তুমি বলেছিলে তাই ।।