ওরা কোথা থেকে আসে
আবার কোথায় যায়,
হেথা হোথা তাঁবু ফেলে
কখন কি যে খায়,
বেঁচে থাকা বাঁচায় শুধু
খোঁজে একটু ঠাঁই
একটু খানি মাটির জন্য
কিচ্ছুটি তার নাই।


ওরা কেউ তো এ পৃথিবীর
হঠাৎ ভুঁইফোড় নয়
মাটিতে প্রাণের অধিকারে
জীবন হয়ে রয়।
কোন সে দেশ কার এই মাটি
ওদের অধরা ত্রাণ
দুমুঠো খায় শান্তির ঘুমে
ওরা উদ্বাস্তু প্রাণ।