শীত সকালে শিশির ঘাসে
রোদের হাসি উঠোন জুড়ে
রামধনু রঙ ভেতর ঘরে
হৃদয় দিয়ে রাখছে মুড়ে।

পাতার ফাঁকে যেই পড়েছে
ফুল ফুটেছে পাঁপড়ি মেলে
যাচ্ছে সরে কুয়াশা ওই
ভরছে তাপন অবহেলে।

কিচিরমিচির আকাশ পাখি
ঘুম ভেঙেছে এই প্রভাতে
যাচ্ছে কাজে দিন জাগরণ
গা এলিয়ে রোদের সাথে।

রাতের যত আঁধার সীমা
রোদ পড়েছে সবার প্রাণে
গাইছে দেখো যে যার মত
আপন রুচি খেয়াল গানে।

গোলায় ভরা আমন ধানে
চাষীর উঠোন কত আশা
রোদ হাসিতে সোনার সূর্য
এনেছে আজ ভালোবাসা।