দোকানে গিয়ে বললাম - আলখাল্লা হবে?
দোকানদারের চোখ বিস্ফারিত
আলখাল্লা সে আবার কি? কি করবে?
আমি বললাম - বাইশে শ্রাবনে রবীন্দ্রনাথকে দেব।
শুনে দোকানদার মূর্ছা যায়
কাস্টমার ফিরে তাকায়
পথ চলতি বিদ্রুপ ছুঁড়ে দিয়ে যায়।


আমার সে আলখাল্লা আজও
দেওয়ালে ঢাঙানো রবীন্দ্রনাথের ছবিতে
স্বপ্নের মত থেকে গেছে।
কোথাও কিনতে পাই নি
কাওকে পরতে দেখি নি
ভাবতে দেখি নি, ভাবাতেও দেখি নি।


শুধু ঠায় দাঁড়িয়ে
আলখাল্লার
আকাশ মাটি জল বাতাসে
খুঁজে বেড়াই ভাবের গুচ্ছমালা।


বাইশে শ্রাবন আসে আবার চলে যায়।