আমি যখন এখানে আসি নি
তখন যেমন ছিলাম আজও তেমনি আছি,
তখন তুমি আমাকে যে রকম জানতে মানতে
আজ তেমন করে জানাতে বা মানাতে
আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে।


তুমি যে আসলে কোন কষ্টই নও
আজ আমি জেনে ও মেনে
সহজ কথা আরো সহজ করে বলছি
আমরা আসলে কেউ কাওকে চিনি না
চিনতে চাই না।


তবু রোজ রোজ চেনা ও জানার ভান করি
ভাল আছি, ভাল আছি বলে
রোজ যেচে যেচে ভাল থাকি।