অনাবিল আনন্দ খেলা করে বুকে
থাক সব মানুষেরা হাসি খুশি সুখে,
ঝগড়া ও মারামারি যাক চলে দূরে
ভালোবাসা হোক গান সকলের সুরে।


ফুল পাখি প্রজাপতি আকাশের নীলে
মেঠো পথ ঘাস মাটি যাক সব মিলে।
ঝাউবন তালসারি সবুজের বনে
গুনগুন মৌমাছি গায় যেন মনে।


খুশি রাশি ঝরে পড়ে সকালের রোদে
দিন আজ কেটে যাক ভালো কিছু বোধে,
যত ভাব বিনিময়ে আরো হোক কথা
রামধনু আঁকা রঙে ভুলে যাক ব্যথা।