পথের ধারে আজও আছে
নানা রকম গাছগাছালি
সবুজ ভরা পাতাতে তার
আছে অনেক পথ্য ডালি।


খাঁটি সে সব পাতা ও ফুল
সবার লাগে অনেক কাজে
অবহেলায় বাড়তে থাকে
সেজে ছোট্ট ফুলের সাজে।


চিরতা নিম বাসক জবা
আলের ধারে ছোট্ট নিচু
আমলকী ও দুর্বা ঘাসে
সারবে রোগ অনেক কিছু।


এমন কত অজানা গাছ
নিজের মত পথের ধারে
ফুল ও ফলে ফুটতে থাকে
রাখে না কেউ খবর তারে।


এ জীবনের জগৎ খেলা
আকাশ আলো জীবন আশা
গাছের সাথে জড়িয়ে যায়
বাঁচতে শেখা সবুজ বাসা।