ভোরবেলা রবি মামা পূব দিকে ওঠে
চারপাশে আলো পড়ে নানা ফুল ফোটে,
কিচিরমিচির করে কত পাখি ডাকে
কিশলয় মুখ তোলে ছোটো ছোটো শাখে।


হিমের পরশ নিয়ে ধীরে বায়ূ বয়
ঘাসে শিশিরের রেখা ঠিক লেগে রয়,
ঘুম থেকে ওঠে সব যায় নানা কাজে
সবুজের সমারোহ গাছে গাছে সাজে।


চাষী ভাই চাষে যায় গরু নিয়ে মাঠে
আনাজপাতির ঝুড়ি বয় কেউ হাটে,
হাঁস ও মোরগ ডাকে প্যাঁক প্যাঁক করে
গ্রামে গ্রামে ভোর ছবি ওই ধরা পড়ে।


রোদ ছায়া খেলা চলে পুকুরের ঘাটে
মুখ হাত ধুয়ে শিশু মন দেয় পাঠে,
প্রজাপতি দল বেঁধে ওড়ে ফুলে ফুলে
মধুর খোঁজে মৌমাছি যায় পথ ভুলে।


ভোর বেলা আকাশের নীল পথ চলা
প্রকৃতি ও মানুষের হয় কথা বলা,
আলো আর আলো শুধু আরো আরো ভালো
সকালের যত ছবি দূর করে কালো।