সোনার হরিণ হয়ে এসেছিলে আমার সম্মুখে;
তোমাকে ধরতে গিয়ে পথভ্রষ্ট পথিকের মতো
চলেছি অনেক পথ ক্রমাগত একান্ত অ-সুখে।
গহীন অরণ্যে ছুটে পিপাসায় হয়েছি আহত।


ঊষর মরুতে তুমি দেখা দিলে মরীচিকা হয়ে;
তোমার পিছনে বৃথা ছুটে ছুটে পিপাসা মেটাতে
কণ্ঠনালী শুকিয়েছে, ধুঁকে মরি তৃষিত হৃদয়ে;
হতাশায় নিরন্তর দিন কাটে বেদনার সাথে।


ছুটেছি কি মোহে আমি বার বার তোমার পিছনে?
আমাকে ঠকিয়ে তুমি, দিলে শুধু মিথ্যা ভালোবাসা।
মায়াবী হরিণ হয়ে বারেবারে ব্যথা দিলে মনে;
চারিদিকে শূন্য দেখি, কণ্ঠে যেন অবরুদ্ধ ভাষা।


সোনার হরিণ হয়ে এসেছিলে তুমি এক মায়া;
অধরা হরিণ তুমি, প্রেম নও, দুঃস্বপ্নের ছায়া।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ৪ঠা ডিসেম্বর, ২০২৩।